Last Updated: April 24, 2014 07:09
লোকসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্র আমেঠি। যে কেন্দ্রে ৮০ সালে লড়েছেন সঞ্জয় গান্ধী। ৮১ থেকে ৯১ দশ বছর টানা জিতেছেন রাজীব গান্ধী। ১৯৯৯-২০০৪ সোনিয়া গান্ধী জেতার পর, গত দুটি লোকসভা ভোটে উত্তর প্রদেশের আমেঠি রাহুল গান্ধীর দখলে। ২০১৪ নির্বাচনে কংগ্রেস নম্বর টুকে কড়া টক্কর দিতে কুমার বিশ্বাস, স্মৃতি ইরানি। খোদ রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ দিচ্ছেন আম আদমি পার্টির কুমার বিশ্বাস। অন্যদিকে বিজেপি আমেঠি কেন্দ্র দাঁড় করিয়েছেন স্মৃতি ইরানিকে। কেন স্মৃতি ইরানী? ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রবল দাবীদার রাহুলই। ফলে সেই রাহুলের বিরুদ্ধে ট্রাম কার্ড খেলাটাই ছিল বিজেপির চ্যালেঞ্জ। প্রচারে আম আদমির বিকল্প রাজনৈতিক লাইনআপ নিয়ে কুমার বিশ্বাস চষে বেড়িয়েছেন রাহুলের আমাঠির কোনা কোনা। অন্যদিকে স্মৃতির দাবি। কংগ্রেসের কোনঠাসা অবস্থায় রাহুলকে মাত দিতে পারবেন বলেই আশা রাখছেন স্মৃতি।
ভোট কবে: ৭ মে
২০০৯ এর ফলাফল:
রাহুল গান্ধী (কংগ্রেস)- ৪,৬৪,১৯৫ ৭১.৭৮%
আশিস শুক্লা (বিএসপি) ৯৩,৯৯৭ ১৪.৫৪%
অশোক কুমার সিং (বিজেপি) ৩৭,৫৭০ ৫.৮১%
কী কী বিধানসভা কেন্দ্র রয়েছে-
১. টিলোই
২. সালোন
৩. গৌরীগঞ্জ
৪. আমেঠি
ভোটের হাওয়া বলছে নিজের কেন্দ্রেই হারতে হতে পারে রাহুলকে।
First Published: Thursday, April 24, 2014, 07:09