Last Updated: April 11, 2014 23:57
আমিনুল কাণ্ডে অভিযুক্ত শেখ সেলিমের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল। গতকাল দুপুরে তিলজলার শিবমন্দির এলাকায় এক বালিকাকে জোর করে তার বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে শেখ সেলিম। এমনই অভিযোগ বালিকার পরিবারের। বালিকার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ।
এঘটনায় কড়েয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। দুহাজার বারো সালে আমিনুলকাণ্ডে মূল অভিযুক্ত শাহজাদা বক্সের ঘনিষ্ঠ সহযোগী সেলিম। এলাকা বাসীর অভিযোগ, আগাম জামিনে ছাড়া পেয়ে একইরকম দৌরাত্ম্য চালাচ্ছে সে।
First Published: Friday, April 11, 2014, 23:57