Last Updated: September 3, 2013 22:12

অভিনেতা, প্রযোজক হিসেবে অনেকবার পর্দায় এলেও পরিচালকের ভূমিকা পালন করেছেন একবারই। আট থেকে আশি সকলের চোখে জল এনে দিয়েছিল সেই ছবি। তারে জমিন পর-এর ৬ বছর পর ফের পরিচালনায় ফিরছেন মি. পারফেকশনিস্ট আমির খান।
শোনা যাচ্ছে এর মধ্যেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন আমির। তবে এই ব্যাপারে একেবারেই মুখ খুলতে চান না তিনি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, মূলধারার ছবি হলেও ছবিতে থাকছে অন্যরকম কিছু।
আপাতত পিকে ছবি নিয়ে ব্যস্ত আমির। তারপরই শুটিং শুরু করবেন নিজের ছবির।
First Published: Tuesday, September 3, 2013, 22:12