বাজেটের আগে কেন্দ্রের কাছে ফের সুদ মকুবের দাবি রাজ্যের

বাজেটের আগে কেন্দ্রের কাছে ফের সুদ মকুবের দাবি রাজ্যের

বাজেটের আগে কেন্দ্রের কাছে ফের সুদ মকুবের দাবি রাজ্যের কেন্দ্রীয় ঋণের ওপর সুদ মেটানো সাময়িকভাবে স্থগিত রাখতে হবে কেন্দ্রকে। দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠকে ফের এই দাবি তুললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রের সুদ মেটাতে গিয়ে টাকার অভাবে রাজ্যের উন্নয়ন কী ভাবে ব্যাহত হচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তার ব্যাখ্যাও দিয়েছেন অমিত মিত্র।

প্রাক বাজেট পর্যালোচনায় দিল্লিতে এদিন সব রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন অরুণ জেটলি। বাম আমলে কেন্দ্রের থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের সুদ মেটাতে গিয়ে ব্যাহত হচ্ছে রাজ্যের উন্নয়ন। ক্ষমতায় আসার পর থেকে বারবার এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে প্রধানমন্ত্রী, কখনও আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছেও ঋণের ওপর সুদ মকুবের জন্য দরবার করেছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। নতুন সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির ডাকা প্রাক বাজেট পর্যালোচনায় তাই আরও একবার কেন্দ্রের দেওয়া ঋণের সুদ মেটানো সাময়িকভাবে স্থগিত রাখার দাবি তুললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

নির্বাচনী প্রচার থেকে শুরু করে দিল্লির ক্ষমতায় আসা, নরেন্দ্র মোদীর সঙ্গে সংঘাতের রাস্তা বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেও নিজে না গিয়ে পাঠিয়েছেন রাজ্যের দুই মন্ত্রীকে। এই পরিস্থিতিতে কী নতুন সরকার রাজ্যের দাবি মেনে নেবে?

সুদ মেটানো সাময়িকভাবে স্থগিত রাখা ছাড়াও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল, খাদ্য সুরক্ষা বিল, একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পে রাজ্যের জন্য আরও বেশি অর্থ বরাদ্দের সওয়াল করেছেন অমিত মিত্র। অন্যদিকে সোমবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিরা।

First Published: Monday, June 9, 2014, 23:00


comments powered by Disqus