Last Updated: April 20, 2014 21:19
রাজনৈতিক ভাবে তৃণমূলকে অপদস্থ করতেই রাজ্যে ভোটের দু`দিন আগে সারদাকাণ্ডে মাঠে নেমে পড়েছে ইডি। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে আজ সাংবাদিক বৈঠক ডেকে এই মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তার অভিযোগ রাজ্যের আনা বেআইনি আর্থিক লেনদেন বিরোধী বিলে সই করা নিয়ে কেন্দ্রের গড়িমসির জন্যই চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না রাজ্য সরকার।
সারদা মামলায় আরও এগোচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদা কেলেঙ্কারির খুঁটিনাটি জানতে পনেরো জনের বক্তব্য নথিভুক্ত করতে সমন পাঠাল কেন্দ্রীয় সংস্থা। সমন গেছে পাঁচজন দাপুটে নেতা এবং সেবির দুই প্রাক্তন কর্তার কাছেও। পঁচিশে এপ্রিলের মধ্যে তাঁদের বয়ান নথিভুক্ত করতে হবে। অন্যদিকে দিল্লিতে আর্থিক তছরূপের একটি মামলায় সুদীপ্ত সেনকে জেরা করতে পারে ইডি। সেজন্য সুদীপ্ত সেনকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে ইডি। সারদা কেলেঙ্কারি নিয়ে চুলচেরা বিশ্লেষণে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই পনেরোজনের বক্তব্য নথিভুক্ত করতে সমন পাঠিয়েছে ইডি। যার মধ্যে রয়েছে রাজ্যের পাঁচজন দাপুটে নেতা। সমন গেছে সেবির দুই প্রাক্তন কর্তার কাছেও। পঁচিশে এপ্রিলের মধ্যে ইডির কাছে বয়ান নথিভুক্ত করতে হবে তাঁদের।
First Published: Sunday, April 20, 2014, 21:19