জন্মদিনে রেখা-অমিতাভ একসঙ্গে

জন্মদিনে রেখা-অমিতাভ একসঙ্গে

জন্মদিনে রেখা-অমিতাভ একসঙ্গেদুহাজার বারো সালকে যদি `চমক`-এর বছর বলি তাহলে বোধহয় খুব একটা ভুল বলা হয় না। সইফ-করিনার বিয়ে নাটক, শ্রীদেবীর ক্যামব্যাক, যশ চোপড়ার অবসর...। তবে সবথেকে বড় চমকটা বোধহয় বাকি ছিল। এই বছর অমিতাভ-রেখা জন্মদিন পালন করতে চলেছেন একসঙ্গে ‌!

আগামী ১০ অক্টোবর রেখার জন্মদিন। তার ঠিক একদিন পর ১১ তারিখ জন্মদিন বিগ বির। ১০ অক্টোবর নিজের বাড়িতে পুজোর আয়োজন করেছেন অমিতাভ। সেখানেই বচ্চন পরিবারের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন রেখাও। তবে সূত্রে খবর, শুধু পুজোই নয়। ওই দিনই অনিল আম্বানি সাবার্বান স্টুডিওয় আয়োজন করা হয়েছে রেড কার্পেট গালারও। যেখানে প্রায় গোটা টিনসেল টাউনের সঙ্গেই থাকবেন রেখা-অমিতাভও। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে গালা হোস্ট করবেন করণ জোহর।

কাজেই বচ্চনদের বাড়িতে পুজোতেই হোক বা আম্বানির পার্টিতে। এবারের জন্মদিনটা অমিতজির সঙ্গেই কাটাতে চলেছেন রেখা। ভক্তদের জন্য এর থেকে বেশি এক্সাইটিং আর কীই বা হতে পারে!


First Published: Friday, October 5, 2012, 15:38


comments powered by Disqus