Last Updated: July 26, 2012 16:51

লন্ডনের সাউথওয়ার্কে অলিম্পিকের মশাল দৌড়ে সামিল হলেন অমিতাভ বচ্চন। সাদা ট্র্যাক স্যুটে মশাল হাতে ৬ ফুট ২ ইঞ্চির, ৬৯ বছরের অমিতাভ যখন লন্ডনের রাজপথে ছুটছিলেন, তখন যেন রূপোলী পর্দার শাহেনশাহর অনেক সোনালী দৌড়ের ছবিই ফ্ল্যাশব্যাকে জ্বলে উঠছিল বারবার। অলিম্পিক ২০১২-র উদ্বোধনের আগে মশাল হাতে দৌড়ের সুযোগ পেয়ে তিনি সম্মানিত বলে জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। দৌড়ের সময় মুখে তৃপ্তির হাসিই বুঝিয়ে দিল অলিম্পিকের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে কতটা গর্বিত তিনি।
৩২.৭ মাইলের মশাল দৌড়। লন্ডন অলিম্পিক শুরুর ঠিক আগের দিন রানি এলিজাবেথের শহরে ঘুরল অলিম্পিকের মশাল। সারা পৃথিবী ঘুরে মশাল দৌড়ের ৬৯তম দিন ছিল বৃহস্পতিবার। আর এদিন বিশ্বের তাবড় বিশিষ্ট মানুষের সঙ্গেই মশাল দৌড়ে পা মেলালেন বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান। ভারতীয় হিসাবে অলিম্পিকের মশাল হাতে দৌড়নো তাঁর জীবনের গর্বের মুহূর্ত বলে আগেই ট্যুইট করেছিলেন অমিতাভ। অবশেষে এল সেই মুহূর্ত।
লন্ডনের স্থানীয় সময়ে সকাল ১০টা ৫২ মিনিট। ভিড় ঠেলে এগিয়ে এলেন ৬ ফুট ২ ইঞ্চির মানুষটি। সাদা ট্র্যাক শুট পরা অমিতাভকে তখন সত্যিই মনে হচ্ছিল প্রাক্তন অ্যাথলিট। এরপর মশাল হাতে দৌড়। ছুটতে ছুটতে চেনা ভঙ্গিতে হাত নাড়ানো। কখনও বা গতি কমিয়ে একটু জিরিয়ে নেওয়া। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা কৌতূহলী অসংখ্য ক্যামেরায় সেই মুহূর্ত ধরে রাখার প্রয়াস। সব মিলিয়ে ছুটতে ছুটতে ৩০০ মিটারের ছোট্ট দূরত্ব অতিক্রম করলেন তিনি।
আগামিকাল থেকে শুরু হচ্ছে লন্ডন অলিম্পিক ২০১২।
First Published: Thursday, July 26, 2012, 16:52