Last Updated: November 18, 2013 20:04

রামলীলায় মুগ্ধ গোটা ভারত। সঞ্জয় লীলা বনশালির ছবিতে সত্যিই মন মজেছে আট থেকে আশির। স্বয়ং অমিতাভ বচ্চনই বুঁদ হয়ে আছেন রামলীলার নেশায়। এতটাই, যে একদিন ৩ বার দেখে ফেলেছেন ছবিটি।
বিগ বি ব্লগে লিখেছেন, "অন্যদের ভাল কাজ দেখলে, প্রশংসা করলে সত্যিই ভাল অনুভূতি হয়। আজ রাম-লীলা দেখে মন খুলে প্রশংসা করতে ইচ্ছা করছে। ছবির সব কলাকূশলীরা অনবদ্য...রামলীলা দেখা আমার জীবনের অন্যতম মনে রাখার মত ঘটনা। এত কম সময়ের মধ্যে নতুন প্রজন্মের এত ভাল কাজ দেখে আমি মুগ্ধ। কাজের প্রতি ওদের ভালবাসা আর পারফেকশন আমাকে খুশি করেছে। সত্যিই ওরা ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যত্। এই চলচ্চিত্র জগতের একজন ক্ষুদ্র সদস্য হতে পেরে আমি গর্বিত।"
First Published: Monday, November 18, 2013, 20:04