Last Updated: September 6, 2013 15:19

গত বছরের পর ফের এই বছর। কলকাতায় শাহেনশা ঝলক। ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করার জন্য কলকাতায় আসছেন অমিতাভ বচ্চন। আজ নিজের ফেসবুক পেজে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর চলচ্চিত্র উৎসব শুরু হবে নভেম্বর মাসের ১০ তারিখ থেকে।
শুধু অমিতাভই নন, মমতা জানিয়েছেন তাঁর সঙ্গেই আনার চেষ্টা করবেন স্ত্রী জয়া, পুত্র অভিষেক ও পুত্রবধু ঐশ্বর্যও।
গত বছর অমিতাভ বচ্চনের সঙ্গেই এক মঞ্চে ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খানও। তবে তাঁর মূল উদ্দেশ্য ছিল নিজের ছবির প্রমোশন। এই বছরও বলিউড বাদশার চলচ্চিত্র উৎসবে আসা নিয়ে জল্পনা জোরদার। ১৯তম চলচ্চিত্র উৎসবের মঞ্চ জোড়া ডনের মেগা শো হবে কিনা সময়ই তার উত্তর খুঁজে দেবে।
First Published: Friday, September 6, 2013, 15:19