Last Updated: March 16, 2013 14:37

চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে আসার জেরে হুমকি দেওয়া হল পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা অমিয় সাহুকে। গতকালই হলদিয়া নিয়ে অনুষ্ঠানে আসেন তিনি। আজ সকালে তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূলকর্মী সমর্থকরা।
গতকাল রাতেই অমিয়বাবুর বাড়ির ল্যান্ডলাইনে হুমকি ফোন আসে। বাড়ি ভাঙচুর ও মারধরের হুমকি দেওয়া হয়। রাতেই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন অমিয় সাহু। পুলিস ঘটনাস্থলে পৌঁছলেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে।
First Published: Saturday, March 16, 2013, 14:37