Last Updated: June 27, 2014 00:11

আম্মা ক্যান্টিনের পর এবার আম্মা মারুনদাগাম নিয়ে এল জয়ললিতা সরকার। বৃহস্পতিবার আম্মার নামে সারা রাজ্যে ১০০টি মারুনদাগাম অর্থাত্ ওষুধের দোকান খুলেছে তামিলনাড়ু সরকার। এর মধ্যে ৯০টি চেন্নাই শহরে ও বাকি ১০টি রাজ্যের অন্যান্য জেলায়।
মাত্র ৪ শতাংশ লাভে কম দামে ওষুধ মিলবে এইসব দোকানে। যেখানে সাধারণ ওষুধের দোকানে লাভ রাখা হয় ১৪ শতাংশ। রাজ্যে এরমধ্যেই জনপ্রিয় আম্মা ক্যান্টিন, আম্মা মিনারেল ওয়াটার ও আম্মা সল্ট। এই প্রকল্পে ২০ কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার।
তামিল নাড়ুতে আম্মা ডাকেই জনপ্রিয় ৬৬ বছরের জয়ললিতা।
First Published: Friday, June 27, 2014, 00:11