এএমআরআই হাসপাতালের ছয় কর্ণধারকে আলিপুর আদালতে পেশ

এএমআরআই হাসপাতালের ৬ কর্ণধারকে আলিপুর আদালতে পেশ

এএমআরআই হাসপাতালের ৬ কর্ণধারকে আলিপুর আদালতে পেশএএমআরআই হাসপাতালের ছয় কর্ণধারকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। এর আগে, শারীরিক পরীক্ষার জন্য তাঁদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ছয় কর্ণধার আর এস গোয়েঙ্কা, এস কে তোদি, প্রশান্ত গোয়েঙ্কা, রবি তোদি, মণীশ গোয়েঙ্কা এবং ডি এন আগরওয়ালকে আদালতে তোলা হয়েছে। হাসপাতালের আরেক কর্ণধার অভিযুক্ত আর এস আগরওয়াল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিস তাঁকেও গ্রেফতার করেছে। অগ্নিকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ আলিপুর আদালতে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা। অভিযুক্তদের পক্ষে কোনও আইনজীবী যাতে সওয়াল না করেন, সেই দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখায় ল-ইয়ার  ক্লাকর্স অ্যাসোসিয়েশন।   





First Published: Saturday, December 10, 2011, 16:24


comments powered by Disqus