অভিশাপ কাটিয়ে আমরি কবে খুলবে জানেন না মালিক আগরওয়াল

অভিশাপ কাটিয়ে আমরি কবে খুলবে জানেন না মালিক আগরওয়াল

অভিশাপ কাটিয়ে আমরি কবে খুলবে জানেন না মালিক আগরওয়ালদুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দুবছর। এখনও খোলেনি ঢাকুরিয়ার আমরি হাসপাতাল। হাসপাতাল কবে খুলবে জানেন না অন্যতম মালিক আরএস আগরওয়াল। হাসপাতাল খুলতে না পারায় তিনি যে হতাশ, তাও গোপন করেননি আমরির মালিক।

আরএস আগরওয়াল জানিয়েছেন, হাসপাতাল খোলার জন্য যে সমস্ত ব্যবস্থা নিতে বলা হয়েছিল তা সবই নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে, সরকারের কাছে বারবার দরবার করলেও এখনও সবুজ সঙ্কেত মেলেনি।

First Published: Monday, August 5, 2013, 14:13


comments powered by Disqus