amritakatha_vivekananda

অমৃতকথা: বিলের বিবেক

আমাদের ছোটোবেলায় মায়ের মুখে ছোট্ট বিলের কথা অনেক শুনেছি। বিলের মতো কখনও কখনও ভিক্ষারীকে কয়েকট পয়সা দান করে, আমাদের টিফিন ক্ষুধার্ত বন্ধুর সঙ্গে শেয়ার করে মনে মনে অনেক হিরো বনেছি। কিন্তু সময়ের প্রবাহে আমাদের মন থেকে কোথায় যেন বিলে হারিয়ে গেছে। হারিয়ে গেছে সাহস, দয়া, স্নেহ, মায়া মমতা। তবুও যখন ছোট্ট বিলের দুঃসাহসিক, মানবিক গল্প আমরা শুনি, মন ভাল হয়ে যায়। তাই আজকের অমৃতকথা ছোট্ট বিলের বিবেক। শোনালেন মহারাজ স্বামী স্বতন্ত্রানন্দ।


First Published: Wednesday, January 15, 2014, 11:33


comments powered by Disqus