Last Updated: February 6, 2014 21:04

রীতিমতো পরিকল্পনা করেই আমতার গ্রামে চালানো হয়েছে গণধর্ষণ। অভিযোগ সিপিআইএম এবং স্থানীয় বাসিন্দাদের। তাঁরা বলছেন, তাঁদের বক্তব্য, বেশ কিছুদিন ধরে গ্রামের সিপিআইএম সমর্থকদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। এরপর সড়ক নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষও হয়। সিপিআইএমের অভিযোগ, এরপর পুলিস কেবল তাদের সমর্থকদেরই ধরপাক়ড করে। আতঙ্কে বামপন্থী পরিবারগুলির পুরুষরা ছিলেন গ্রামছাড়া। অভিযোগ, সেই সুযোগেই মঙ্গলবার রাতে একটি বাড়িতে ঢুকে দুই মহিলাকে ধর্ষণ করা হয়।
প্রায় দুদিন কেটে গেছে। এখনও অধরা আমতা গণধর্ষণের মূল অভিযুক্ত বরুন মাকাল। গ্রামে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত তিনি। আজই গ্রাম থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ওই বাড়িতে বাইরে থেকে লোক ঢুকে ভাঙচুরের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁরা। ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের দশদিনের পুলিস হেফজতের নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতা দুই মহিলা উলুবেড়িয়া হাসপাতালে চিকিত্সাধীন।
First Published: Thursday, February 6, 2014, 21:04