Last Updated: September 30, 2012 15:40

কাঙ্ক্ষিত জয় অধরাই রয়ে গেল বিশ্বনাথন আনন্দের। ব্রাজিল মাস্টার্সে আবার ড্র করলেন ভারতের গ্র্যান্ডমাস্টার । টুর্নামেন্টের চতুর্থ গেমে রাশিয়ার সার্জে কারজাকিনের বিরুদ্ধে আটকে গেলেন আনন্দ।
এই নিয়ে টানা চারটি গেম ড্র করলেন বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ। আনন্দের মত কারজাকিনও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। কিন্তু তাঁর বিরুদ্ধেও আগাগোড়া রক্ষণাত্মক চাল দিয়ে গেম ড্র করেন আনন্দ।
First Published: Sunday, September 30, 2012, 15:40