২৪ ঘণ্টার অনন্য সাধারণ বিলকিস খাতুন

২৪ ঘণ্টার অনন্য সাধারণ বিলকিস খাতুন

২৪ ঘণ্টার অনন্য সাধারণ বিলকিস খাতুন



কাটোয়ার গাঙ্গুলিডাঙা গ্রামের বাসিন্দা। বয়স ১৩। বাবা শাহজামাল শেখ। পুরনো, ভাঙা জিনিসপত্র বিক্রি করে সংসার চালান। দিন আনা দিন খাওয়া পরিবার। অর্থের জন্য বিলকিসকে বীরভূমের মূলুকে কাজে যেতে হয়। ২০১০-এ শাহজামাল ১০০০০ টাকার বিনিময়ে নাবালিকা মেয়ের বিয়ে পাকা করে ফেলেন। কিন্তু বাদ সাধে বিলকিস। শেষ পর্যন্ত পাশে এসে দাঁড়ান স্কুলের বড় দিদিমণি। এমনকী, এগিয়ে আসে কাটোয়া থানার পুলিসও। দিদিমণি জয়ন্তী মল্লিক বিলকিসকে স্বপ্ন দেখানো শুরু করেন। ২০১২ সাল থেকে বিলকিস আবার স্কুল যাওয়া শুরু করেছে। এর পাশাপাশি নাবালিকাদের বিয়ে বন্ধ করার জন্য প্রচার চালিয়ে বেড়াচ্ছে সেই মেয়ে। এখন গোটা গ্রাম বিলকিসের পাশে। গ্রামবাসীদের দাবি বিলকিসের প্রচারে সাড়া মিলেছে। গত দু বছরে সেই গ্রামে কোনও নাবালিকার বিয়ে হয়নি। বিলকিস এখন বড় মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রী। স্বপ্ন শিক্ষিকা হওয়ার।

First Published: Friday, March 21, 2014, 23:59


comments powered by Disqus