Last Updated: March 11, 2014 11:58
কলকাতার সভ্রান্ত ঘরের মহিলা। তবুও সব ছেড়ে পড়ে আছেন বাগদার গ্রামে। সেবাব্রতী হয়ে। লোকের দুঃখে সবসময় মন কাণদত তাঁর। মনে হত কেমন করে লোকের সাহায্য করবেন? কীভাবে মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়াবেন? সুযোগ এসে গেল। তারপর থেকে বাগদা তাঁর ঘরবাড়ি। সাইকেল চালিয়ে অসুস্থদের কাছে পৌঁছে যান। সেবা করেন। প্রাথমিক চিকিত্সা করেন। অ্যাম্বুলেন্স জোগাড় করে কলকাতায় চিকিত্সা করতে নিয়ে আসেন দুঃস্থ অসহায় গ্রামবাসীদের। আপনি অনন্য সাধারণ আনজুয়ারা বিবি।
First Published: Tuesday, March 11, 2014, 11:58