Last Updated: March 11, 2014 11:31
পূর্ব মেদিনীপুরের পাঁউশি গ্রামের বাসিন্দা। অনাথ ছেলেমেয়েদের স্বপ্ন গড়ার কারিগর। বলরামবাবুর অনাথ আশ্রমে আশ্রিতের সংখ্যা অন্তত ১০০। একসময় যাদের ঠিকানা ছিল প্ল্যাটফর্ম, ফুটপাথ কিংবা কোনও আস্তাকুঁড়। আজ তারাই তাঁর অন্ত্যোদয় অনাথ আশ্রম-এর বাসিন্দা। তিনি তাঁর পরিবার নিয়ে এদের সঙ্গেই থাকেন। এদের সঙ্গেই ভাগ করে নেন সুখ-দুঃখ। আপনি ২৪-র অনন্য সাধারণ বলরাম করণ
First Published: Tuesday, March 11, 2014, 11:31