Last Updated: March 21, 2014 23:50
২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত মনি-শ্রীকান্ত
ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...। শোলে-র এই গান, এই দুই বন্ধুর বাস্তব জীবনে যে এতখানি জড়িয়ে থাকবে, তা তাঁরে নিজেরাও জানতেন না। হাওড়ায় সামান্য রাখির ব্যবসা থেকে শুরু করেছিলেন জীবন। মনের ভেতরে সব সময় ছিল অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ। ছোট্ট ব্যবসা থেকেই দুজনে হাত ধরাধরি করে চলতে শুরু করলেন চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে। ১৯৯৬ সালে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বানালেন ভেঙ্কটেশ ফিল্মস। `শ্বশুরবাড়ি জিন্দাবাদ` থেকে `চ্যালেঞ্জ`, যে কোনও দশকের বাণিজ্যিক সিনেমার লিস্টে এক নম্বর ছবিনির্মাতা তো বটেই, একই সমান্তরালে বানিয়ে চলেছেন `চোখের বালি`, `রেনকোট` কিংবা `ইতি মৃণালিনী`-র মতো ছবিও। ঘরে তুলেছেন প্রচুর জাতীয় পুরস্কার। দেশ বিদেশের নানা স্বীকৃতি।
আজ তাঁরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চাঁদেপ পাহাড়ে দাঁড়িয়ে। বাংলা ছবির অর্থনীতির মোড় ঘুরিয়ে দিলেন তাঁরা। পনেরো কোটি টাকা বাজেটের ছবি `চাঁদের পাহাড়` ইতিমধ্যেই প্রায় কুড়ি
First Published: Friday, March 21, 2014, 23:50