Last Updated: March 21, 2014 23:42
২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত অধ্যাপক বিকাশ সিংহ
পদার্থবিজ্ঞানে বঙ্গভূমি ঊনবিংশ শতাব্দী থেকেই বিশ্ববরেণ্য বিজ্ঞানীর জন্ম দিয়েছে, কিন্তু সেই অনুপাতে বড় প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এখানে। এই অপবাদ খণ্ডন করেছেন যে বাঙালি পদার্থবিজ্ঞানী তাঁর নাম বিকাশ সিংহ। প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে বিলেতের কেমব্রিজে উচ্চতর পঠনপাঠন। ফিরে এসে যোগ দেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। কলকাতায় বার্কের ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের প্রতিষ্ঠা এবং সেটিকে একটি বিশ্বমানের গবেষণা কেন্দ্রে পরিণত করার পিছনে অগ্রণী ভূমিকা ছিল বিকাশ সিংহর। নিজের গবেশণার পাশাপাশি তরুণ বিজ্ঞানীদের একটি প্রজন্ম গড়ে তুলেছেন, বার্কে পাশাপাশি সাহা ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের দায়িত্ব সামলেছেন। শুধু জ্ঞানের জন্য বিজ্ঞানচর্চার তত্ত্বে বিশ্বাসী নন বিকাশবাবু। পরমাণু বিজ্ঞানের উচ্চতর গবেষণার সুফল যাতে ক্যান্সার চিকিত্সা থেকে শুরু করে নানাভাবে সাধারণ মানুষের জীবনে সরাসরি কাজে লাগে তার জন্য ধারাবাহিকভাবে কাজ করে গিয়েছেন। ভারতের মতো দেশে বিজ্ঞান গবেষণার সুফল মানুষের দরবারে দ্রুত পৌঁছে দিতে পারলেই সরকারি অর্থ ব্যয় সার্থক-এই হল বিকাশ সিংহর বিশ্বাস। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারেও কাজ করেছেন এই বরেণ্য পদার্থবিজ্ঞানী। বিজ্ঞান তাঁর পঠনপাঠনের বিষয় নয়, সার্বিক জীবনযাপন।
First Published: Friday, March 21, 2014, 23:42