ananya_samman_shobha_majumder

প্রতিবন্ধকতা তোমার কাছে হার মানে, তুমি ২৪-র অনন্য সাধারণ

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। দুটো হাত নেই তাঁর। সংসারে রোজগেরে বলতে বাবা। শ্রমিকের কাজ করেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি শোভা। অদম্য জেদে লেখা পড়া চালিয়ে গেছেন। এম এ পাস করেছেন। করেছেন কম্পিউটারে ডিপ্লোমাও। এখন এক প্রথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সমসার সামলানোর পাশাপাশি ভাইবোনের পড়াশোনার ভারও তাঁরই কাঁধে। শোভা অদম্য মানসিক জোরে জয় করেছেন প্রতিবন্ধকতা। তৈরি করেছেন দৃষ্টান্ত।


First Published: Tuesday, March 11, 2014, 11:17


comments powered by Disqus