Last Updated: March 21, 2014 23:47
২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত সুব্রত ভট্টাচার্য
ভারতীয় ফুটবলে সুব্রত ভট্টাচার্য এক অনন্য অধ্যায়। ফুটবলার এবং কোচ দুটি ক্ষেত্রেই সমান পারদর্শী এংব সফল। ময়দানে বড় ক্লাবে আত্মপ্রকাশ ১৯৭৪-এ। সতেরো বছর একই ক্লাবে ঘাম ঝড়িয়ে এনে দিয়েছেন বহু সাফল্য। ফুটবল জীবনে জিতেছেন ৬৮টি ট্রফি। মূলত ডিফেন্ডার হলেও দলের প্রয়োজনে ৫৮টি গোল করে ত্রাতাও হয়েছেন। ভারতীয় দলের সদস্য ১৯৭৪ থেকে ১৯৮৪ পর্যন্ত। ১৯৭৭ এবং ১৯৮১-তে বাংলার সেরা ফুটবলার। ১৯৮৯-তে অর্জুন। ফুটবলারের পাশাপাশি সফল কোচ। পেয়েছেন এশিয়ার সেরা কোচের সম্মানও।
First Published: Friday, March 21, 2014, 23:47