অনন্য সম্মান, And the Emmy goes to...

অনন্য সম্মান

অনন্য সম্মানদেশের প্রথম বেসরকারি হিন্দি স্যাটালাইট চ্যানেল হিসাবে জি টিভির যাত্রা শুরু। বিষয় ও উপস্থাপনার গুণে ভারতের প্রতিটি কোণায় সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে এই চ্যানেল। নিয়েলসনের রেটিং অনুযায়ী এই মুহুর্তে আমেরিকায় সম্প্রচারিত দক্ষিণ এশীয় টেলিভিশন নেটওয়ার্কের মধ্যে প্রথম স্থানে রয়েছে জি টিভি। আমেরিকায় এর দর্শক সংখ্যা কুড়ি লক্ষের বেশি। ইতিমধ্যেই, একশো সাতষট্টিটি দেশে পৌঁছে গিযেছে জি টিভি। যাঁর হাত ধরে শুরু হয়েছিল বিশ্বব্যাপী এই যাত্রা, তিনি জি গ্রুপের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান সুভাষ চন্দ্র। ভারতে বেসরকারি টেলিভিশনের ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি দিল দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। নিউ ইয়র্কে তাঁর হাতে তুলে দেওয়া হল দুহাজার এগারোর ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড। সুভাষ চন্দ্রের হাতে পুরস্কার তুলে দেন সিটি গ্রুপের চেয়ারম্যান রিচার্ড পারসনস ও এমি পুরস্কার জয়ী অভিনেত্রী আর্চি পাঞ্জাবি। পুরস্কার গ্রহণ করে সুভাষ চন্দ্র বলেন, প্রথম ভারতীয় হিসাবে এই সম্মান তাঁর কাছে গর্বের। একইসঙ্গে, বর্তমান বিশ্বে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথাও মনে করিয়ে দেন তিনি। দুহাজার বারোয় কুড়ি বছর পূর্ণ করছে জি গ্রুপ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সে কথা উল্লেখ করেন আয়োজক সংস্থার সভাপতি ও সিইও ব্রুস পেইসনার। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেসন প্রিসলি। মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অভিনেতা-অভিনেত্রী-পরিচালক ও প্রযোজকরা। ছিলেন টেলিভিশন দুনিয়ার নীতি নির্ধারণের সঙ্গে জড়িত পঞ্চাশটি দেশের প্রায় এক হাজার স্বনামধন্য ব্যক্তিত্ব। ফিল্মে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, সঙ্গীতে গ্র্যামি অ্যাওয়ার্ডের মতো টেলিভিশনের ক্ষেত্রে এমি অ্যাওয়ার্ড জি গ্রুপের মুকুটে জুড়ে দিল আরও একটি পালক।

First Published: Tuesday, November 22, 2011, 10:37


comments powered by Disqus