Last Updated: February 18, 2014 09:02

তেলেঙ্গানা গঠন নিয়ে বিতর্ক আরও জটিল মোড় নিল। মঙ্গলবার একদিকে যখন কেন্দ্র লোকসভায় তেলেঙ্গানা বিলটি পাশ করতে বদ্ধ পরিকর অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি আজই সম্ভবত রাজ্য ভাগের প্রতিবাদে পদত্যাগ করতে চলেছেন। ফলে অন্ধ্রপ্রদেশে জারি চলেছে রাষ্ট্রপতি শাসন এখন সময়ের অপেক্ষা।
অন্ধ্রের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট সূত্রে খবর আজ লোকসভায় `Andhra Pradesh Reorganisation Bill 2013` নিয়ে বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রেড্ডি তাঁর পদত্যাগ পত্র পেশ করবেন।
সূত্রে খবর ইতিমধ্যেই রেড্ডি তাঁর ব্যক্তিগত জিনিসপত্র তাঁর সরকারি আবাসন এবং অফিস থেকে সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন।
শ্রীমান্ধ্র অঞ্চলের মন্ত্রী ই প্রতাপ রেড্ডি দাবি করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী অন্ধ্র ভাগের বিরোধিতা করে সম্ভবত নতুন রাজনৈতিক দল তৈরি করবেন।
অন্যদিকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ জানিয়েছেন আজ ``লোকসভায় আলোচনার জন্য তেলেঙ্গানা বিল পেশ করা হবে। যাঁরা এর বিরোধীতা করতে চান তাঁরা সংসদীয় আচার মাথায় মাথায় রেখেই এর বিরোধিতা করতে পারেন।``
First Published: Tuesday, February 18, 2014, 09:02