অন্ধ্র বন্‍‌ধের মাঝে আজ রাজ্যসভায় তেলেঙ্গানা বিল, ২৯ তম সন্তানের অপেক্ষায় ভারতমাতা

অন্ধ্র মুখ্যমন্ত্রীর ইস্তফা, রাজ্য বন্‌ধ, আজ রাজ্যসভায় তেলেঙ্গানা বিল, ২৯ তম সন্তানের অপেক্ষায় ভারতমাতা

অন্ধ্র মুখ্যমন্ত্রীর ইস্তফা, রাজ্য বন্‌ধ, আজ রাজ্যসভায় তেলেঙ্গানা বিল, ২৯ তম সন্তানের অপেক্ষায় ভারতমাতাপদত্যাগ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। তেলেঙ্গানা বিল পাস হওয়ায় মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি কংগ্রেসও ছা়ডলেন তিনি। নতুন রাজ্য হতে তেলেঙ্গানাকে আর মাত্র দুটো ধাপ অপেক্ষা করতে হবে। আজ রাজ্যসভায় পেশ করা হবে তেলেঙ্গানা বিল৷

রাজ্যসভায় পাসের পর তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে৷ রাষ্ট্রপতির সম্মতির পর দেশের ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে তেলঙ্গানা৷ এদিকে, অন্ধ্রপ্রদেশ জুড়ে আজ বন্‌ধ চলছে।

বন্‌ধ ঘিরে চাপা উত্তেজনা রাজ্য জুড়ে। বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা চোখে পড়ছে।

এই বন্‌ধের ডাক দিয়েছে ওয়াই এস আর কংগ্রেস। হতাশায় রাজনীতি থেকে অবসর নিলেন সংসদে মরিচ কাণ্ডের নায়ক লাগাদাপতি রাজাগোপাল।

তবে এটা একটা দিকের চিত্র। একদিকে যখন হাতাশা, বিক্ষোভ। অন্যদিকে তেমন উত্‍সব। বিল পাসের পর তেলঙ্গানায় তুমুল বিজয়োল্লাস চলছে।

First Published: Wednesday, February 19, 2014, 11:39


comments powered by Disqus