Last Updated: August 29, 2012 19:12

ইংল্যান্ড ক্রিকেটে ফের ধাক্কা। পিটারসেন বিতর্ক, টেস্টে শ্রেষ্ঠত্বের আসন খোয়ানোর পর ইংল্যান্ড ক্রিকেটে নতুন শুণ্যতার নাম-অ্যান্ড্রু স্ট্রস। বুধবার আচমকাই দেশের টেস্ট ক্রিকেটার স্ট্রস ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন।
কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ০-২ টেস্ট সিরিজ হারের পর স্ট্রসের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। দেশজুড়ে সমালাচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ব্যাটেও সেভাবে রান পাচ্ছিলেন না। কিন্তু তাই বলে স্ট্রস এভাবে অবসর নিয়ে নেবেন, সেটা আশা করেননি কেউই।
স্ট্রসের জায়গায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হচ্ছেন অ্যালিস্টার কুক। ১০০টি টেস্ট খেলে স্ট্রস ২১টি শতরান সহ ৭০৩৭ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্টে অধিনায়কত্ব করেছেন। ১২৭ টি ওয়ান ডে খেলে করেছেন ৪০২৭ রান। তবে স্ট্রসকে বিশ্বক্রিকেট মনে রাখবে টেস্টের অন্যতম সেরা ওপেনার ও অধিনায়ক হিসেবে।
First Published: Wednesday, August 29, 2012, 19:19