Last Updated: December 3, 2011 20:16

অ্যাডাল্ট ফিল্ম স্টার সানি লিওনের পর এবার নতুন চমক। বিগ বস-এ আসতে চলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।
প্রথমে শোনা গিয়েছিল নভজ্যোত সিং সিধু বা জন্টি রোডস-এর মধ্যে কেউ এনট্রি নিতে চলেছেন এই রিয়ালিটি শো-তে। কিন্তু আপাতত মুম্বাই সরগরম সাইমন্ডস-এর আগমন নিয়েই।
সানি লিওনের পর দ্বিতীয় আন্তর্জাতিক ব্যাক্তিত্ব হিসেবে বিগ বস-৫-এ আসবেন সাইমন্ডস, যিনি বিখ্যাত ও বিতর্কিত হয়ে আছেন ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে হরভজন সিং-এর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনা নিয়ে। আপাতত জানা যাচ্ছে, এই শো ব্যবহার করে সাইমন্ডস তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগগুলি মুছতে সচেষ্ট হবেন। সেই উদ্দেশ্যেই আগামী সপ্তাহে মুম্বাই আগমন ঘটছে এই ক্রিকেটারের।
First Published: Saturday, December 3, 2011, 20:16