Last Updated: March 28, 2012 14:47

মিয়ামি মাস্টার্সে অঘটন ঘটালেন অ্যান্ডি রডিক। হারালেন টানা ১৬টি ম্যাচ জেতা রজার ফেডেরারকে। তিন সেটের লড়াইয়ে ৭-৬, ১-৬, ৬-৪ ফলে ফেড এক্সপ্রেসকে হারালেন রডিক।
বিশ্বের ৩৪তম রডিকের দুরন্ত ফোরহ্যান্ড ও সার্ভিসের সামনে দাঁড়াতেই পারেননি ফেডেরার। দীর্ঘদিনের চোট সমস্যা কাটিযে রডিক মিয়ামি মাস্টার্সের প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়ে জানান, এই জয় আগামি দিনে তাঁকে আরও আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার ভিক্টর ত্রয়িস্কিকে হারালেন অস্ট্রেলিয়ান ওপেনজয়ী। খেলার ফল ৬-৩, ৬-৪।
First Published: Wednesday, March 28, 2012, 14:51