কোয়েন ব্রাদার্সের ছবিতে জোলি

কোয়েন ব্রাদার্সের ছবিতে জোলি

কোয়েন ব্রাদার্সের ছবিতে জোলিঅস্কারজয়ী পরিচালকদ্বয় কোয়েন ব্রাদার্সের ছবিতে অভিনয় করছেন আঞ্জেলিনা জোলি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে লউ জামপেরিনিকে নিয়ে জোয়েল এবং ইথান কোয়েন ভ্রাতৃদ্বয়ের বায়োপিকের জন্য সই করেছেন `পাউটেড` ঠোঁটের এই সুন্দরী।

লরা হিলেনব্র্যান্ডের ২০১০-এর বেস্টসেলার `আনব্রোকেন` নিয়েই তৈরি হয়েছে ছবিটির স্ক্রিপ্ট। নিজের পরিচালিত প্রথম ছবি দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি`র পরে এই প্রথম কোনও আখ্যানমূলক চলচ্চিত্রে অভিনয় করছেন জোলি।

First Published: Saturday, March 2, 2013, 20:45


comments powered by Disqus