Last Updated: July 20, 2012 23:06

সুপারস্টার রাজেশ খান্নার মৃত্যুতে যখন শোকস্তব্ধ গোটা দেশ, তখনই তাঁর প্রেমিকা অনিতা আডবাণী দাবী করলেন তাঁর সম্পত্তির ভাগ। অনিতার সঙ্গে মাঝখানে রাজেশ খান্নার বিয়ের কথাও শোনা গিয়েছিল।
প্রয়াত অভিনেতার সম্পত্তির হিসেব প্রায় ২০০ কোটি টাকা। তাঁর অসুস্থতার সময় অনিতাই তাঁর সম্পত্তির দেখভাল করতেন। কার্টার রোডে তাঁর বাংলো আশীর্বাদের দায়িত্বেও ছিলেন অনিতা। এমনকী এতদিন তিনি আশীর্বাদেই থাকতেন। শোনা গেছে খান্না পরিবারকে উনি নোটিস পাঠিয়েছেন যাতে তাঁকে তাঁর বাড়ি থেকে বিতারিত না করা হয়। ওই নোটিসে অনিতা শুধুমাত্র যে বাড়ির কথা বলেছেন তাই নয়, অভিযোগ করেছেন যে রাজেশ খান্না তাঁর অপর অত্যাচারও চালাতেন।
অন্যদিকে খান্না পরিবার, বিশেষ করে রাজেশ খান্নার ২ মেয়ে টুইঙ্কল ও রিঙ্কি ওই বাড়িটিকে সংগ্রহশালাতে পরিণত করার কথা ভাবলেও তা একদমই মানতে নারাজ অনিতা। সুত্রে খবর, গত এক মাস ধরে খান্নারা অনিতাকে ওই বাড়ি থেকে সরাতে চেয়েছেন। রাজেশ খান্নার শেষযাত্রার সময় তাঁর সঙ্গে যেতে চেয়েছিলেন অনিতা। কিন্তু রাজেশের জামাই অক্ষয় কুমার তাঁকে যেতে দেননি
বলে অভিযোগ করেছেন অনিতা। তিনি খান্না পরিবারের কেউ ছিলেন না। এবং ঠিক সেই জন্যেই যে তাঁর সঙ্গে এই ব্যবহার বলে অভিযোগ করেছেন অনিতা।
First Published: Friday, July 20, 2012, 23:06