আন্নার দোর থেকে খালি হাতে ফিরে হতাশ মুকুল

আন্নার কাছ থেকে খালি হাতে ফিরে হতাশ মুকুল

আন্নার কাছ থেকে খালি হাতে ফিরে হতাশ মুকুলরামলীলায় একেবারে সেজেগুজে তৈরি। মঞ্চে বসে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রথম সারির নেতা থেকে বিশ্বজিত্‍ চ্যাটার্জি সবাই উপস্থিত। কিন্তু এ কী আন্না হাজারে কোথায়! যখন জানা গেল আন্না আসবেন না, তৃণমূল নেতাদের তখন মাথায় হাত। মুখ বাঁচাতে তখন স্বয়ং তৃণমূল সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় ছুটে গেল আন্না হাজারের কাছে।

তড়িঘড়ি মহারাষ্ট্র নিবাসে ছুটে যান মুকুল রায়। দিদির মুখ বাঁচাতে আন্নাকে অন্তত একবার রামলীলা ময়দানে যেতে আবেদন করলেন মুকুল। কিন্তু কোনও লাভ হল না। মুকুল রায় সেখানে ছুটে গেলেও টলানো যায়নি আন্নাকে ।
মহারাষ্ট্র নিবাস থেকে বেরিয়ে দৃশ্যতই হতাশ তৃণমূলের `নম্বর টু`। সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে গেলেন। নিজের স্বভাববিরুদ্ধ হয়ে ক্যামেরার সামনে বিরক্তিও প্রকাশ করলেন মুকুল।

First Published: Wednesday, March 12, 2014, 15:34


comments powered by Disqus