Last Updated: February 19, 2014 18:54
লোকসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার করবেন আন্না হাজারে। যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন আন্না। একইসঙ্গে তিনি বলেন, দেশ ও সমাজের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারার জন্যই তাঁকে সমর্থন করছেন। অন্যদিকে আন্নাকে পাশে বসিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের হয়ে প্রচারে নামুন আন্না হাজারে। মঙ্গলবার দিল্লিতে আন্নার সঙ্গে বৈঠক করে এমনই আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আর্জিতে সাড়া দিলেন আন্না হাজারে।বুধবার যৌথ সাংবাদিক বৈঠকে আন্না হাজারে বললেন লোকসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার করবেন তিনি।
মুখ্যমন্ত্রীকে সততার সার্টিফিকেটও দিয়েছেন আন্না। বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাদাসিধে নেত্রীর প্রয়োজন রয়েছে দেশের। মমতার সাধারণ জীবনযাপন এবং সততা দেশের মানুষের প্রকৃত সেবা করতে পারবে বলেও মন্তব্য করেন আন্না হাজারে।
ইতিমধ্যেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল। এবার উত্তর ও দক্ষিণ ভারতেও ভোটে লড়তে চান তৃণমূলনেত্রী। প্রার্থী নির্বাচনে আন্না হাজারের পরামর্শ চেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধেও আক্রমণের সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন,লোকসভা ভোটে কংগ্রেস বা বিজেপির সঙ্গে কোনও জোটে যাবে না তৃণমূল কংগ্রেস।
First Published: Wednesday, February 19, 2014, 18:54