Last Updated: December 27, 2011 21:14

সংসদে পেশ হওয়া লোকপাল বিলের প্রতিবাদে মুম্বইয়ে অনশন শুরু করেছেন আন্না হাজারে। কলকাতাতেও বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আন্না হাজারের সমর্থকেরা। মহাজাতি সদনের সামনে আন্না হাজারের পাঁচ সমর্থক অনশন শুরু করেছেন। আন্না হাজারের অনশন চলাকালীন টানা তিনদিন তাঁরাও অনশন করবেন। এছাড়াও রিলে অনশনে বসছেন চোদ্দ জন। এর আগেও আন্না হাজারের বিভিন্ন কর্মসূচিতে তাঁরা সামিল হয়েছিলেন। আগামী ৩১ তারিখ থেকে তিনদিনের জেলভরো কর্মসূচি নিয়েছেন তাঁরা।
First Published: Wednesday, December 28, 2011, 18:58