Last Updated: December 9, 2013 15:05

শিষ্য যখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন গুরু ঘোষণা করলেন তিনি ফের অনশনে বসছেন। অরবিন্দ কেজরিওয়ালের চোখধাঁধানো সাফল্যের পর আন্না হাজারে ঘোষণা করলেন তিনি ফের অনশনে বসবেন।
কাল থেকে ফের অনশনে বসছেন আন্না হাজারে। কেন্দ্র জনলোকপাল বিল না আনা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্না। তাঁর অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও এই বিল না এনে কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। চার রাজ্যের ভোটে এর ফল তাঁরা হাতেনাতে পেয়েছে।
আগামিকাল আন্নার অনশনে মঞ্চে অরবিন্দ উপস্থিত থাকেন কিনা সেটাই দেখার। আন্না চান না তাঁর মঞ্চে রাজনৈতিক রঙ লাগুক। যে কারণে অরবিন্দকে প্রায় ত্যাজপুত্র বানিয়ে ফেলেছেন আন্না। কিন্তু ভোটের ফলাফলের পর পরিস্থিতি পাল্টেছে। সভায় লোক টানতে হলে কেজরিওয়ালকে দরকার আন্নার। সভায় লোক না হলে চাপে থাকবেন আন্না। এমন অবস্থায় শিষ্যকে কি কাছে টানবেন গুরু!
First Published: Tuesday, December 10, 2013, 10:44