Last Updated: October 4, 2011 14:39

কেন্দ্রের চাপ বাড়িয়ে জন লোকপাল বিল নিয়ে ফের আন্দোলনের কথা ঘোষণা করলেন আন্না হাজারে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের এই গান্ধীবাদী নেতা জানিয়ে দিয়েছেন যে পাঁচটি রাজ্যে নির্বাচন আসন্ন, সেই পাঁচ রাজ্যেই যাবেন তিনি। কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্য মানুষকে আবেদন জানাবেন। শীতকালীন অধিবেশনের মধ্যে জন লোকপাল বিল পাশ না হলে উত্তরপ্রদেশ থেকে তিনি তাঁর যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন আন্না হাজারে। আন্দোলন সংঙ্ঘবদ্ধ করতে উত্তরপ্রদেশে নির্বাচনের আগে তিনদিন অনশনের কর্মসূচীও নিয়েছেন তিনি।
First Published: Tuesday, October 4, 2011, 14:39