আন্নার দাবি মানা সম্ভব নয়: কুরেশি, Anna`s Demand cant be accepted says Qureshi

আন্নার দাবি মানা সম্ভব নয়: কুরেশি

আন্নার দাবি মানা সম্ভব নয়: কুরেশিভারতের মতো দেশে নির্বাচিত জন প্রতিনিধিকে চাইলেই ভোটাররা ফেরাতে পারবেন এমন ব্যবস্থা করা সম্ভব নয় । এই সংক্রান্ত দাবি উড়িয়ে দিয়ে শুক্রবার কলকাতায় এই মন্তব্য করেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। তাঁর মতে, এই ব্যবস্থা চালু হলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়বে। নির্বাচিত জন প্রতিনিধিরা ঠিকমত কাজ না করলে তাঁদের ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও ভোটারদের থাকা উচিত। এই দাবিতে সরব হয়েছেন আন্না হাজারে।    

First Published: Saturday, November 12, 2011, 13:33


comments powered by Disqus