Last Updated: February 18, 2014 10:49

আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দেখা করবেন সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের পদ্ধতি নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায় গত সপ্তাহেই জানিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে সারা ভারতে প্রচার চালাবেন আন্না হাজারে।
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে ভারতের দুর্নিতী বিরোধী আন্দোলনের অন্যতম পুরধা আন্না মন্তব্য করেন ``মমতা একজন সৎ নেত্রী যিনি ভারতকে দূর্নীতি মুক্ত করতে বদ্ধ পরিকর।`` মমতার হাওয়াই চটি, সুতির শাড়ি আর টালির বাড়িতে থাকার কথা উল্লেখ করেন আন্না।
বর্ষীয়ান এই সমাজকর্মী জানান `` আমি আশার একটা আলো দেখতে পাচ্ছি। যদি দেশের সাধারণ মানুষ এই রকম একজনের পাশে এসে দাঁড়ান তাহলে এই দেশে পরিবর্তন আসতে বেশি সময় লাগবে না। স্বাধীনতার ৬৬ বছর পর দেশের অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তন করতে মমতা যে ভাবে ভাবনা চিন্তা করছেন, আর কেউই সে ভাবে ভাবেননি।``
First Published: Tuesday, February 18, 2014, 10:49