দিল্লি মেট্রোর ফাঁস হওয়া ভিডিও ফের পর্ন সাইটে

দিল্লি মেট্রোর ফাঁস হওয়া ভিডিও ফের পর্ন সাইটে

দিল্লি মেট্রোর ফাঁস হওয়া ভিডিও ফের পর্ন সাইটেদিল্লি মেট্রোর সিসিটিভি ফুটেজ ফাঁস হয়ে যাওয়ার ঘটনা আরও অস্বস্তিতে বাড়ল। মেট্রোর কামরায় ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকা প্রেমিক-প্রেমিকার ভিডিও আপলোড করা হল এক আন্তর্জাতিক পর্ন সাইটে। এতে নতুন করে তৈরি হয়েছে জলঘোলা। শোনা গিয়েছে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে মেট্রোর সিড়ি থেকে কামরায় ওঠা, মেট্রো চলাকালীন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর মুহূর্তের ঘটনা।

সিসিটিভি ক্যামেরায় নিরাপত্তার জন্য যা বন্দি করা হয়েছিল, সেটাই এখন পর্ন সাইটে ব্যবহার করা হয়েছে ব্যবসায়ীক স্বার্থে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সেই ভিডিও ক্লিপ তদন্তকারী অফিসারকে পাঠিয়ে দিয়েছেন। এর আগে দিল্লি মেট্রোয় সিসিটিভি ফুটজের মাধ্যমে ধরা পড়া ২৫০টি ভিডিও ক্লিপ আপলোড করা হয় পর্ন ওয়েবসাইটে। প্রতিটি ভিডিও প্রায় দু থেকে আট মিনিটের ছিল।

First Published: Wednesday, July 24, 2013, 11:34


comments powered by Disqus