Last Updated: November 15, 2013 15:55

শিক্ষানবিসকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের বিচারকের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে একই অভিযোগ আনলেন আরেক ইন্টার্ন। সোশাল মিডিয়া ওয়েব সাইট ফেসবুকে অভিযোগ নিয়ে সামনে এসেছেন ওই মহিলা।
লিগালি ইন্ডিয়া নামে আইন বিষয়ক ওই ওয়েব সাইটে লেখা হয়েছে, "ওর মতো আমার সঙ্গেও যৌন ফায়দা তোলার চেষ্টা করা হয়।" যদিও লিগলি ইন্ডিয়া ওই মহিলার নাম প্রকাশ করতে চায়নি। গত সপ্তাহে সাইটটি স্টেলা জেমস নামে এক মহিলার সাক্ষাত্কার নেয়।
তিনি অভিযোগ করেছিলেন, ক্রিসমাসের রাতে তাঁকে এক হোটেলের ঘরে হেনস্থা করার চেষ্টা করে বিচারক। তিনি আরও অভিযোগ করেন, বিচারকে চেপে ধরার পর, আর কোনও মহিলার সঙ্গে তিনি এমন ব্যবহার করবে না বলে জানিছিলেন বিচারক।
First Published: Friday, November 15, 2013, 15:55