ফের আত্মসমর্পণ মাওবাদীর, ধৃত ১, Another Maoist Babu Mandi surrenders

ফের আত্মসমর্পণ মাওবাদীর, ধৃত ১

ফের আত্মসমর্পণ মাওবাদীর, ধৃত ১রবিবার পুরুলিয়ার পুলিস সুপার সুনীল চৌধুরীর কাছে আত্মসমর্পণ করেন মাওবাদী স্কোয়াড সদস্য রবি মান্ডি। বছর ঊনিশের রবি মান্ডি অযোধ্যা স্কোয়াডের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিস। অভিযোগ, বছর দেড়েক আগে একরকম জোর করেই রবিকে দলে সামিল করে মাওবাদীরা। রবি মান্ডির বাড়ি বলরামপুরের ভাঙ্গিডি গ্রামে। মাওবাদী অপারেশনের সময় সঙ্গে থাকলেও নিজের হাতে কখনও খুন করেননি বলে দাবি করেছেন রবি মান্ডি। স্বাভাবিক জীবনে ফেরার তাগিদেই আত্মসমর্পণের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।  
পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে ধৃত মাওবাদী নেতা নির্মল মাহাতকে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। বাঁশতলার নলবনা গ্রামে তার বাড়ি থেকে নির্মল মাহাতকে গ্রেফতার করে পুলিস। দু হাজার নয় সালে বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস আটকানোর ঘটনায় নির্মল মাহাত প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলে পুলিস জানিয়েছে। এছাড়াও একাধিক খুন ও নাশকতার অভিযোগ রয়েছে নির্মল মাহাতর বিরুদ্ধে।

First Published: Sunday, November 20, 2011, 23:37


comments powered by Disqus