Last Updated: March 7, 2014 16:08
ফের বিস্ফোরণ আইএনএস যুদ্ধজাহাজে। এবার বিস্ফোরণ আইএনএস কলকাতায়। গ্যাস লিক করে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। নিহত হয়েছেন এক নৌসেনা আধিকারিক। শুক্রবার দুপুর ১টায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কমান্ডার র্যাঙ্কের এক আধিকারিক প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে।
জাহাজের ইঞ্জিন রুমে অগ্নিনির্বাপক ব্যাবস্থা বিকল হয়ে যাওয়ার আগুন ধরে যায়। ফলে ওই আধিকারিক প্রাণ হারান। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ইঞ্জিন রুমে সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে জাহাজে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়। মুম্বইয়ের মাঝগাঁও ডকে দূর্ঘটনাটি ঘটে। নির্মেয়মান জাহাজটিতে বিস্ফোরণের খবরে আতঙ্ক ছড়িয়েছে ডকে।
ছবি: TIMES OF INDIA
First Published: Friday, March 7, 2014, 16:08