Last Updated: February 11, 2014 20:26

দু দিন পর আগামীকাল উঠতে চলেছে ব্যাঙ্ক ধর্মঘট। দু দিনের ভোগান্তির পর কাল সাধারণ মানুষ হাঁফ ছেড়ে বাঁচতে চলেছেন। কিন্তু একটা ধর্মঘট শেষ হতেই আরও একটা ধর্মঘট শুরু।
ধর্মঘটের ডাক দিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আগামী দুদিন দেশজুড়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ধর্মঘট পালন করবে।
রেল ও প্রতিরক্ষা বাদ দিয়ে বাকি সব দফতর ধর্মঘটে যোগ দেবে। শূন্য পদ পূরণ, কর্মী সংকোচনের প্রতিবাদ, পেনশন আইন বাতিল সহ পনেরো দফা দাবিতে ধর্মঘটে নামছেন তারা। রাজ্যে প্রায় এক লক্ষ দেশজুড়ে নয় লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই ধর্মঘটে সামিল হচ্ছেন ।
First Published: Tuesday, February 11, 2014, 20:28