অটোর মধ্যে মিলল মাধ্যমিকের খাতা

অটোর মধ্যে মিলল মাধ্যমিকের খাতা

অটোর মধ্যে মিলল মাধ্যমিকের খাতামাধ্যমিকের খাতা উদ্ধার হল অটো থেকে। বৃহস্পতিবার সকালে সল্টলেকে অটোর মধ্যে থেকে বাংলা পরীক্ষার ৪টি খাতা উদ্ধার করেন এক আরোহী। তাড়াতাড়ি খাতাগুলি নিয়ে থানায় জমা দেন তিনি। 

মধ্যশিক্ষা পর্ষদকে ইতিমধ্যে গোটা বিষয়টি জানানো হয়েছে। কিভাবে অটোর মধ্যে উত্তরপত্র পড়ে থাকল সেবিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এর আগে প্রশ্নপত্রে ভুল থাকায় বেশ কয়েকবার বিভ্রান্তির স্বীকার হতে হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের।

First Published: Thursday, March 15, 2012, 14:45


comments powered by Disqus