Last Updated: January 15, 2014 23:30

এবার বিশেষ দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট পেতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আই-লিগ ও ইন্ডিয়ান সুপার লিগে দুর্নীতি রুখতেই এই বিশেষ ইউনিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সহ সভাপতি সুব্রত দত্ত।
এআইএনএসকে দেওয়া সাক্ষাত্কারে দত্ত জানান, বেশ কিছুদিন ধরেই দুর্নীতি বিরোধী ইউনিট গঠনের জন্য চাপ দিচ্ছিল ফিফা। একজন দুর্নীতি বিরোধী আধিকারিককে নিয়োদ করার জন্য সুপারিশ করবে এআইএফএফ। সেইসঙ্গেই দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের কার্যপদ্ধতিও ছকে ফেলবে খুব তাড়াতাড়ি। গত বছর জুন মাসে মরিশাস কংগ্রেসে এআইএফএফে দুর্নীতির আশঙ্কার কথা জানিয়েছিল ফিফা।
যদিও এখনও পর্যন্ত ম্যাচ-ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ থেকে দূরেই ছিল ভারতীয় ফুটবল, তাও কোনও রকম অসাবধানতা চায় না এআইএফএফ। এশিয়ান ফুটবল কনফেডারেশন দুজন লেবানিজ ম্যাচ অফিশিয়ালকে সাসপেন্ড করার পর থেকেই দুর্নীতি বিরোধী ইউনিট গড়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ফুটবল ফেডারেশন। গত এপ্রিলে এএফসি কাপে ট্যাম্পিন্স রোভারসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচের আগে তাদের সিঙ্গাপুর থেকে গ্রেফতার করা হয়।
First Published: Wednesday, January 15, 2014, 23:31