Last Updated: June 1, 2013 17:03

কামানের সামনে হাজার হাজার প্রতিবাদী। ইসতামবুল। তুরস্কর রাজধানীর আকাশে কাঁদানে গ্যাসের ধোয়া আর রাস্তায় জলকামান। ইসলামিক সরকার বিরধী আন্দোলন শনিবার দ্বিতীয় দিনে পড়ল। প্রতিবাদ প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে।
শুক্রবার বিদ্রহ শুরু হওয়া থেকেই পুলিসের সঙ্গে লড়াইয়ে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রতিবাদ ছড়িয়ে পড়ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এ দিন সকালে শহরের প্রাণকেন্দ্র তাকসিম স্কোয়ারে সংগঠিত হয় প্রতিবাদ মিছিল। সরাকার বিরধী শ্লোগানে সোচ্চার হয় স্কয়ার চত্বর। প্রতিবাদ-আন্দোলন ছড়িয়ে পড়ছে তুরস্কের বিভিন্ন শহরে। গোটা শহর জুড়ে বিদ্যুৎ সংযোগ ও ইন্টার নেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
তাকসিম স্কোয়ারে বেআইনি ভাবে নির্মান করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রতিবাদে শুক্রবার জমায়েত করেন পরিবেশ প্রেমী জনগন। সেই সময়ই পুলিস তাঁদের সরিয়ে দেয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। রাত থেকেই জোরদার হয় আন্দোলন। প্রতিবাদকারীদের হঠাতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিস।
First Published: Saturday, June 1, 2013, 17:03