Last Updated: March 12, 2013 13:00

ধর্ষণ বিরধী আইনকে আরও শক্তিশালী করতে বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত ডিসেম্বরে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণীর গণধর্ষণের পর নতুন আইন আনার তৎপরতা দেখায় সরকার। মঙ্গলবার নারীদের নিরাপত্তা বাড়ানোর নতুন আইন নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন আইনে `ধর্ষণ` শব্দটি ব্যবহার করা এবং ধর্ষণে অভিযুক্ত নাবালকের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ করা নিয়ে সিদ্ধান্ত হবে।
১৪ এপ্রিলের মধ্যে প্রস্তাবিত খসড়াটি আইনে পরিণত না করলে আইনটির সংশোধন বাতিল হয়ে যাবে। গত সপ্তহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি সংশোধনী আনায় ধর্ষণ বিরোধী আইন নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। `ধর্ষণ` শব্দটির ব্যবহার না আইন মন্ত্রকের তরফে কিছু প্রস্তাব দেওয়া হয়।
First Published: Tuesday, March 12, 2013, 13:00