Last Updated: March 14, 2013 09:36

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠকে নারী নির্যাতন প্রতিরোধ বিল নিয়ে আলোচনা হবে। গতকালই এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী। বিলে সম্মতির ভিত্তিতে সহবাসের বয়স আঠারো থেকে কমিয়ে ষোল করা হয়েছে।
যৌন নির্যাতন নয়, বিলে ধর্ষণ শব্দটিই উল্লেখ করা হবে। বিল নিয়ে ঐক্যমত্য গড়ে তুলতে আগামী ১৮ মার্চ ডাকা হয়েছে সর্বদল বৈঠক। নারী নির্যাতন প্রতিরোধ বিলের খসড়া নিয়ে মতানৈক্য ছিল মন্ত্রিগোষ্ঠীর মধ্যে। মূল বিতর্কের কেন্দ্রে ছিল সম্মত্তির ভিত্তিতে সহবাসের বয়সসীমা নিয়ে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর দ্বিতীয় বৈঠকে সেই মতানৈক্য দূর হয়।
বিলে মহিলাদের বিরুদ্ধে অপরাধ নির্দিষ্ট করতে ধর্ষণ শব্দটিই রাখা হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে কোনও মহিলাকে উত্ত্যক্ত করা, অভব্যভাবে তাঁকে স্পর্শ করা, অঙ্গভঙ্গি ও কটূ মন্তব্যের মতো বিষয়গুলিকে জামিন অযোগ্য অপরাধের পর্যায়ে রাখা হয়েছে। গত ডিসেম্বরে রাজধানীর চলন্ত বাসে ২৩ বছরের তরুণীর গণধর্ষণ ও খুনের ঘটনার পর দেশ জুড়ে আলোড়নের পর মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন সংশোধন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
First Published: Thursday, March 14, 2013, 09:36