আসানসোলে ধৃত দুষ্কৃতি, Anti social arrested in Asansol

আসানসোলে ধৃত দুষ্কৃতি

আসানসোলে ধৃত দুষ্কৃতিচল্লিশ গ্রাম হেরোইন ও একটি নাইন এমএম পিস্তল সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। আসানসোলের কুলটির সাঁকতোড়িয়া কলোনিতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। ধরা পড়ে হেরোইন কারবারি তন্নু খাতুন। তারাশঙ্কর খাসুয়াস নামে এক দুষ্কৃতীকেও একটি নাইন এম এম পিস্তল সমেত গ্রেফতার করেছে পুলিস।





First Published: Friday, December 30, 2011, 15:18


comments powered by Disqus