Last Updated: December 30, 2011 15:10

চল্লিশ গ্রাম হেরোইন ও একটি নাইন এমএম পিস্তল সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। আসানসোলের কুলটির সাঁকতোড়িয়া কলোনিতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। ধরা পড়ে হেরোইন কারবারি তন্নু খাতুন। তারাশঙ্কর খাসুয়াস নামে এক দুষ্কৃতীকেও একটি নাইন এম এম পিস্তল সমেত গ্রেফতার করেছে পুলিস।
First Published: Friday, December 30, 2011, 15:18