Last Updated: July 25, 2013 17:49

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা শুরুর পুলিসি আবেদন খারিজ হয়ে গেল সিউড়ি কোর্টে। মামলা দায়েরর সময় তথ্য প্রমাণ জমা দেয়নি পুলিস। সেই কারণেই পুলিসের আর্জি খারিজ করল আদালত। সেইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, ``মামলা হাল্কা ভাবে নিলে হবে না"। মামলার প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দিলে, তবেই মামলা শুরু করা সম্ভব বলে জানিয়েছেন বিচারক।
উপযুক্ত তথ্যপ্রমাণ না দিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা শুরুর আর্জি জানিয়ে নিজেদের আরও হাস্যস্পদ করে তুলেছে পুলিস প্রশাসন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলার শুনানি খারিজ প্রসঙ্গে এই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
পুলিসকে অনুব্রতর বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য আদালতে জমা দিতে দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার ফলে পুলিস প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা উঠে যাবে। জানিয়েছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।
কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের অভিযোগ, পুলিস প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। এই ঘটনা পুলিস প্রশাসনের অপদার্থতাকেই আরও একবার প্রমাণ করল।
First Published: Thursday, July 25, 2013, 17:49